×

সরকার

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পে কমিশনের জন্য আলাদা কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেবল একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তবেই কমিশন চূড়ান্ত করা হবে। বর্তমান সরকার একটি নীতিগত ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার তার বাস্তবায়ন করবে।

ড. সালেহউদ্দিন বলেন, গত আট বছরে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে বাজেট ও সরকারের সামাজিক খাতের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে। পরবর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে না কেন? এটা সম্পূর্ণ যৌক্তিক।

আরো পড়ুন : শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

অর্থ উপদেষ্টা বলেন, রোজার আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে। পাশাপাশি, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ক্রয় সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো সংস্থার মাধ্যমে ক্যামেরা কেনা হবে, সেটি পরবর্তী বৈঠকে নির্ধারিত হবে।

বন্দরে দীর্ঘদিন ধরে আটকে থাকা পুরোনো গাড়িগুলোর বিষয়ে তিনি বলেন, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে বলেছি। কারণ, বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে।

এছাড়া সংশোধিত বাজেটের আকার কমানোর বিষয়েও ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বাজেটের কাঠামোয় কিছু পরিবর্তন আসবে, তবে টাকার অঙ্কে বড় ধরনের হেরফের করা হবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

 নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

ড. ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে

সার্জনদের দক্ষতা বাড়াতে অরবিসের ভিআর সিমুলেশন সিস্টেম চালু

ইস্পাহানি হাসপাতাল সার্জনদের দক্ষতা বাড়াতে অরবিসের ভিআর সিমুলেশন সিস্টেম চালু

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

আইইউবিতে জেসিআই মানিকগঞ্জের ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App