ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশনের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই, যাতে ভারতীয় কর্মকর্তা বা তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শঙ্কার বিষয়টি তিনি দেখছেন না। সংকেত বলতে কী বোঝানো হচ্ছে, সেটিও তার কাছে স্পষ্ট নয়। এটি ভারতের নিজস্ব বিষয় এবং তারা চাইলে যেকোনো সময় তাদের কর্মকর্তাদের পরিবারকে ফিরিয়ে নিতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে, তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি, যাতে তাদের কর্মকর্তা বা পরিবারের সদস্যরা বিপদের মুখে পড়েছেন। আশঙ্কা তাদের মনে থাকতে পারে বা তারা কোনো বার্তা দিতে চাইছে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এর মধ্যে আমি কোনো নির্দিষ্ট বা স্পষ্ট বার্তা দেখতে পাচ্ছি না।
আরো পড়ুন : বাংলাদেশের নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত
তৌহিদ হোসেন বলেন, যদি তারা তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান, সে বিষয়ে আমাদের কিছু করার নেই। সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো বিঘ্ন ঘটেনি। অতীতের দিকে তাকালে দেখা যায়, নির্বাচনকালীন সময়ে সবসময়ই ছোটখাটো মারামারি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এবার তার চেয়ে বেশি কিছু হয়েছে বলে মনে হয় না।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, তারা বিপদে আছেন—এমন কোনো তথ্য আমাদের জানানো হয়নি।
