শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি : সংগৃহীত
পঞ্জিকার পাতায় এখনো শীতকাল দেখালেও ঢাকার বাতাসে শীতের আমেজ খুব একটা নেই। শীত যে আবারও ফিরে আসবে, সে রকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবহাওয়া বিভাগের পূর্বাভাসে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
বরং আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাসে বলা হয়েছে।
কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
