×

নারীস্বাস্থ্য

নারীর সুরক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৯ এএম

নারীর সুরক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্ব

ছবি: সংগৃহীত

নারী নেতৃত্ব বিকাশ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ও শিশু সুরক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে ‘সি ইকুয়াল’ ও ‘ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপ’। এ বিষয়ে চলতি মাসের ২০ তারিখে ভার্চুয়াল এক সভায় বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সি ইকুয়াল এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়াতে যৌথভাবে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘সি ইকুয়াল’র সভাপতি তামিমা নাছরিন এবং ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপের দক্ষিণ কোরিয়া অঞ্চলের পরিচালক হিও উন জু শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

উভয় প্রতিষ্ঠানের বাংলাদেশ ও কোরিয়া থেকে মোট ৩০ জন সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপের দক্ষিণ কোরিয়া অঞ্চলের আন্তর্জাতিক বিষয়ক ম্যানেজার এলিনা পার্ক।

প্রসঙ্গত, সি ইকুয়াল জেন্ডার সমতা, নারী ও শিশু সুরক্ষা এবং তরুণ নেতৃত্ব বিকাশে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিয়ে, সাইবার হয়রানি, যৌন হয়রানির মতো সমস্যা মোকাবেলায় কাজ করছে। একই সঙ্গে সহিংসতার শিকার নারী ও শিশুদের বিভিন্ন সহায়তা দিয়ে থাকে তারা।

অন্যদিকে ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপ দক্ষিণ কোরিয়ার সরকারের মিনিস্ট্রি অফ জেন্ডার ইকুয়ালিটি এন্ড ফ্যামিলি  তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল উইমেন পিচ গ্রুপ। এই প্রতিষ্ঠান বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে সারা বিশ্বে ১১৮টি দেশে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

জাতিসংঘ ইউএনজিএ’র সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

ফাইনালে উঠতে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপ ফাইনালে উঠতে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App