×

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়ালো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:১২ পিএম

ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়ালো

ছবি: সংগৃহীত

সারাদেশে একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫১ জন। এতে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৭ জনে। শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।         

এসময়ে ১১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬ হাজার ২১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরের ২০ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।  চলতি বছর এখন পর্যন্ত এতে ৩০ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর মোট মারা গেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App