×

জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানি হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

সোমবার (২১ জুলাই) পৃথক পৃথক বার্তায় বিভিন্ন দেশ ও সংস্থা শোক প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক দপ্তর এক শোকবার্তায় জানিয়েছে, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।

এছাড়া মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং এক বিবৃতিতে শোক জানিয়ে বলেন, ঢাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এই দুঃখজনক ঘটনায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি।

আরো পড়ুন : যুদ্ধবিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ দুর্ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও এক শোক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন-বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিধ্বস্ত হয়। এতে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

বিএনপি নেতা আমিনুল হক ‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

শিশুর স্বপ্নের হাসিতে আলোকিত বাংলাদেশ

শিশুর স্বপ্নের হাসিতে আলোকিত বাংলাদেশ

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট

চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App