×

জাতীয়

যুদ্ধবিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম

যুদ্ধবিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ওই সময় ভবনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি হওয়ায় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বেড়ে গেছে। হাসপাতালে নিরাপত্তা ও স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মঙ্গলবার থেকে সেনাবাহিনী নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে।

আরো পড়ুন : মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং আহতদের তালিকা ও তথ্য হালনাগাদ করা হচ্ছে।

এ ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকার আকাশপথে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

সচিবালয়ে পুলিশের লাঠিচার্জে আহত ৩৫ শিক্ষার্থী

সচিবালয়ে পুলিশের লাঠিচার্জে আহত ৩৫ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App