×

স্বাস্থ্য

হার্টের রিংয়ের দাম কমলো, ১১ মডেলের নতুন মূল্য নির্ধারণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

হার্টের রিংয়ের দাম কমলো, ১১ মডেলের নতুন মূল্য নির্ধারণ

ছবি: সংগৃহীত

কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়ে ১১টি মডেলের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক ও দেশীয় বাজারদর বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত মোট ১১টি স্টেন্টের নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, বিভিন্ন চার্জ এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্টেন্টের দাম অনেক বেশি হওয়ায় তা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

নতুন নির্ধারিত দামে যেসব স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

রিসলুট অনিক্স (মেডট্রনিক): আগের দাম ১,৪০,৫০০ টাকা, এখন ৯০,০০০ টাকা

প্রমাস এলিট (বোস্টন): আগের দাম ৭৯,০০০ টাকা, এখন ৭২,০০০ টাকা

সিনার্জি এক্সআইডি (বোস্টন): আগের দাম ১,৮৮,০০০ টাকা, এখন ১,০০,০০০ টাকা

জিয়ান্স প্রাইম (অ্যাবট): আগের দাম ৬৬,৬০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

অনিক্স ট্রুকর (মেডট্রনিক): আগের দাম ৭২,৫০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

এছাড়া বোস্টন ও অ্যাবট কোম্পানির আরও কয়েকটি মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন এই মূল্যতালিকা ব্যাপকভাবে প্রচার করতে হবে। কোনো হাসপাতাল স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি আদায় করতে পারবে না। একইসঙ্গে অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয় তা নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

জাতিসংঘ ইউএনজিএ’র সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

ফাইনালে উঠতে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপ ফাইনালে উঠতে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App