×

ভারত

ভারতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

ভারতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

ডোনাল্ড ট্রাম্প ও সার্জিও গোর। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে গোর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন।

বর্তমানে হোয়াইট হাউজ প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোর। সেনেটে নিয়োগ অনুমোদনের আগ পর্যন্ত তিনি এ পদেই বহাল থাকবেন।

শুক্রবার (২২ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান। ট্রাম্প লিখেছেন, সার্জিও আমার বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন, আমার বেস্টসেলার বই প্রকাশ করেছেন এবং আমাদের আন্দোলনকে সমর্থনকারী বৃহত্তম সুপার প্যাকগুলোর একটি পরিচালনা করেছেন। দ্বিতীয় মেয়াদে কর্মী নিয়োগে তার অবদান অসাধারণ।

তিনি আরো যোগ করেন, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন বিশ্বস্ত সহযোগী দরকার, যিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লক্ষ্যে সহায়তা করবেন।

মনোনয়নের প্রতিক্রিয়ায় গোর এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে।

আরো পড়ুন : পুশ ইন নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অমর্ত্য সেন

বাণিজ্য সম্পর্কের প্রেক্ষাপট

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বাণিজ্যিক টানাপোড়েনের কারণে শীতল হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের ‘ট্যারিফ যুদ্ধ’ বা বাড়তি শুল্ক নীতি এ উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। দুই দেশের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ গড়ে ১৯ হাজার কোটি ডলারের বেশি হলেও শুল্ক ইস্যুতে সমঝোতা হয়নি।

ভারতের কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করতে নয়া দিল্লির অনীহার কারণে আলোচনাও ব্যর্থ হয়। এর জবাবে ট্রাম্প প্রশাসন প্রথমে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে। পরে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি অব্যাহত থাকায় তা বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে এটি কার্যকর হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধের সুযোগে রাশিয়ার তেল কিনে ভারত অতিরিক্ত মুনাফা করছে। যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল ১ শতাংশেরও কম, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। তুলনায় চীনের অংশীদারি মাত্র ১৬ শতাংশ। তবুও চীনের ওপর ট্রাম্প এখনো এ ধরনের শুল্ক আরোপ করেননি।

সফর বাতিল ও মনোনয়ন ঘোষণা

ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গয়াল শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়া দিল্লি ‘খুবই উন্মুক্ত মানসিকতা’ পোষণ করছে এবং দুই দেশের সম্পর্ককে তিনি ‘গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ বলে মনে করেন।

কিন্তু এর মধ্যেই ২৫ থেকে ২৯ আগস্ট নির্ধারিত মার্কিন বাণিজ্য আলোচকদের সফর হঠাৎ বাতিল হয়। সফর বাতিলের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের ঘোষণা দেন।

রাষ্ট্রদূতের দায়িত্ব পেলে গোরকে যুক্তরাষ্ট্র-ভারতের এ অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেওয়ার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে তাসনিয়া

মাইলস্টোন দুর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে তাসনিয়া

আটলান্টায় জমকালো আয়োজনে ৩৯তম ফোবানা সম্মেলন

আটলান্টায় জমকালো আয়োজনে ৩৯তম ফোবানা সম্মেলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App