×

ভারত

ভারত থেকে প্রচণ্ড বেগে পানি ঢুকছে পাকিস্তানে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৫ এএম

ভারত থেকে প্রচণ্ড বেগে পানি ঢুকছে পাকিস্তানে

প্রচণ্ড বেগে পানি ঢুকছে পাকিস্তানে

ভারত থেকে প্রচণ্ড বেগে প্রচুর পরিমাণে পানি ঢুকছে পাকিন্তানে। এ কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদী পাড়ের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা ও ভারী বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পাঞ্জাবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর তুর্কি গণমাধ্যম আনাদোলুর।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বশেষ বন্যা সতর্কতায় জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় রবি, চেনাব এবং সুতলেজ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে পাঞ্জাব প্রদেশের কাসুর, ভাওয়ালনগর এবং বিহারী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, শুধু যে ভারত পানি ছেড়েছে এ কারণে নদীর পানি বাড়ছে এমন নয়। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলেও যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির প্রভাবে নদী ফুলেফেঁপে উঠছে।

গত রোববার ভারত পাকিস্তানকে বন্যার আগাম সতর্কতা দেয়। দেশটি জানায়, বাঁধের পানি ছাড়ায় তাওয়াই নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। 

ভারতের হিমাচল প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে গত কয়েকদিনে অস্বাভাাবিক বৃষ্টিপাত হয়েছে। এরপরই তারা বাঁধ ছেড়ে দেয়।

গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে। এরপরই এবারই প্রথমবার দেশটি নদীর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে।








সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে : ড. ইউনূস

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে : ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App