×

অন্যান্য

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘একসঙ্গে আন্দোলন ও নির্বাচন’ এ লক্ষ্য সামনে রেখে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে দেশের বাম দলগুলো। এই লক্ষ্য অর্জনে তারা বাম ঘরানার একাধিক দলকে নিয়ে নতুন একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের ২৯ নভেম্বর যুক্তফ্রন্টের আদলে গঠিত হবে বামপন্থিদের এই নতুন জোট। একই দিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক কনভেনশনের মাধ্যমে জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে।

জানা গেছে, জনজীবনের সংকট মোকাবিলায় ধারাবাহিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য শরিক দলগুলো ইতোমধ্যে নিজ নিজ প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করেছে।

আরো পড়ুন : ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাম নেতারা একটি বৃহত্তর জোট গঠনে সংলাপ শুরু করেন। এতে প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বাম গণতান্ত্রিক জোট ও শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।

যেসব দল যুক্ত হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্কসবাদী)।

নতুন জোটে যোগ দিতে সম্মত হয়েছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাধিক সংগঠন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যসহ বিভিন্ন গণসংগঠন ও পেশাজীবী সংগঠন।

এছাড়াও ড. কামাল হোসেনের গণফোরাম, ঐক্য ন্যাপ, জাতীয় গণফ্রন্টসহ বামপন্থিদের আরেক জোট ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’–র সঙ্গেও আলোচনা চলছে। ওই মোর্চার দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাসদ (মাহবুব), গণমুক্তি ইউনিয়ন। 

গত ১৫ নভেম্বর জোট ঘোষণার কথা থাকলেও সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে অন্য এক সংগঠনের বড় সমাবেশ থাকায় কনভেনশন স্থগিত করা হয়। এখন ২৯ নভেম্বর কনভেনশন করেই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জোটের নাম হিসেবে ‘নয়া যুক্তফ্রন্ট’ বা ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ প্রস্তাব করা হলেও এখনো চূড়ান্ত হয়নি। অনেক নেতা বলছেন, ১৯৫৪ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান পরিস্থিতি ভিন্ন, তাই নাম নিয়ে সকলের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে।

জোটের জন্য একটি সনদও প্রণয়ন করা হচ্ছে, নাম হবে ‘জনতার সনদ’। জুলাই মাসের জাতীয় সনদের মতো এ সনদে জনজীবনের সংকট মোকাবিলা ও রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করা হবে।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে দক্ষিণপন্থি সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান হয়েছে। এ পরিস্থিতিতে অসাম্প্রদায়িক বাম-প্রগতিশীল শক্তিগুলোকে এক মঞ্চে আনতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, বিকল্প বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করা হচ্ছে। জোটের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ এবং ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অ্যান্টিবায়োটিকের লাগামহীন ব্যবহার ডেকে আনছে বিপর্যয়

অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ অ্যান্টিবায়োটিকের লাগামহীন ব্যবহার ডেকে আনছে বিপর্যয়

গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাইকমিশনার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাইকমিশনার

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App