×

আন্তর্জাতিক

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৫৬ এএম

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

ছবি: সংগৃহীত

   

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ঝুঁকিতে পড়ে। বুধবার (২১ মে) রাজধানী দিল্লি থেকে কাশ্মিরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ফ্লাইট নম্বর ৬ই ২১৪২টি। তবে মাঝপথে হঠাৎই প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মুখে পড়ে বিমানটি, এর তীব্রতায় বিমানটির সামনের অংশ—বিশেষ করে নাকের অংশ—দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ সময় যাত্রীরা মারাত্মক আতঙ্কিত হয়ে পড়লেও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

পরবর্তীতে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুরা নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। যাত্রীদের মানসিকভাবে শান্ত করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি মাটিতে অবতরণ অবস্থায় রাখা হয়েছে এবং এটি পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পর পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত করা হবে।

ঘটনার সময় বিমানে থাকা যাত্রী ওয়াইস মাকবুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'আমি বিমানে ছিলাম, বাড়ি ফিরছিলাম। পুরো অভিজ্ঞতাটা ছিল যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে যাওয়া। ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চারপাশে মানুষ চিৎকার করছিল, সবাই ভীত হয়ে পড়েছিল।'

এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে আতঙ্কে যাত্রীরা চিৎকার করছেন। অনেকে প্রার্থনা করছেন এবং উচ্চস্বরে সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন। ভিডিওটি ধারণকারী ব্যক্তির মুখেও আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

ফের ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকাসহ ৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ ৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App