×

আইন-বিচার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল: রায়ের রিভিউ শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:০০ এএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল: রায়ের রিভিউ শুনানি আজ

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ফের শুনানি বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হবে।

এর আগে মঙ্গলবার আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে আপিল বিভাগ পুনরায় শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৬ এপ্রিল ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার মামলার ওপর শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। একই বছরের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেন। তবে রায়ে বলা হয়, দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। পাশাপাশি সংসদে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রাখেন আদালত। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

এদিকে চলতি বছরের ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। অন্যরা হলেন, তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। তাদের পক্ষে রিভিউ আবেদন করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন।

আরো পড়ুন : হাইকোর্টে শপথ নিলেন ২৫ নবনিযুক্ত বিচারপতি

এরপর গত ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আরেকটি রিভিউ আবেদন জমা দেন আইনজীবী জয়নুল আবেদীন। সর্বশেষ গত ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামি রিভিউ আবেদন করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগে এ আবেদন করেন বলে জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তা খারিজ করে ব্যবস্থাটিকে বৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০০৫ সালে রায়ের বিরুদ্ধে আপিল করা হলে মামলাটির শুনানিতে আটজন অ্যামিকাস কিউরি মত দেন। এদের মধ্যে ড. কামাল হোসেনসহ পাঁচজন তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে, ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি এর বিপক্ষে মত দেন। আর ব্যারিস্টার রফিক-উল-হক ও ড. এম জহির ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ, তদন্তে সেনা-পুলিশ

ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ, তদন্তে সেনা-পুলিশ

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

দুই ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প, তদন্তের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App