×

আইন-বিচার

প্লট বরাদ্দে দুর্নীতি

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন, কর সার্কেলের প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক এবং নোটিশ সার্ভার মো. আবু তাহের।

আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো জেরা হয়নি। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানান, একই দিনে এই পাঁচজন তিনটি মামলায় সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

আরো পড়ুন : আপিল বিভাগে বহাল তারেক রহমান-বাবরের খালাসের রায়

গত ৩১ জুলাই এসব মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একটি মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়। আরেকটিতে শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুদক গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যদিও তারা যোগ্য ছিলেন না। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে আসামি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

রিমান্ড শেষে কারাগারে কলিমউল্লাহ

রিমান্ড শেষে কারাগারে কলিমউল্লাহ

খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও হেলাল

খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও হেলাল

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App