×

চট্টগ্রাম

জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি : ভোরের কাগজ

ফেনীর সোনাগাজী এলাকায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এফআইআর দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সোনাগাজী মডেল থানায় মামলা রেকর্ড হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনার বড় ফেনী নদীর তীরে ড্রেজিং মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প স্থাপন করা হয়েছে। এর ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকি এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন : সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

এছাড়া ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার কলমির চরে আরেক দল ভেকু মেশিন ব্যবহার করে সরকারি জমি কেটে মাটি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করে মাছের প্রকল্প চালিয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধনী ২০২৩), ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করেছেন। প্রশাসন একাধিকবার যৌথ অভিযান চালিয়েও আসামিরা পুনরায় অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহিউদ্দিন মহিম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম, নিজাম উদ্দিন, মিরসরাই বিএনপি নেতা শেখ ফরিদ মেম্বার, জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম রানা মুন্সি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ, আজিজ মেম্বার, শাহজাহান সাজু, হক সাহাব, ছাত্রদল নেতা নুর আলম শামীম, মাসুদ, যুবদল নেতা হায়দার আলী মাসুদ, রিপন, রাজু, মিলন ভূঁঞা এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুল আউয়াল সজীব।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন জানিয়েছেন, মামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, সরেজমিন অভিযান চালিয়ে বালু ও মাছের ঘের জব্দ করা হয়েছে। কিছু ব্যক্তিকে সতর্ক করা হলেও পুনরায় বালু উত্তোলন ও খাস জমি দখলের ঘটনা ঘটায় মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

প্লট বরাদ্দে দুর্নীতি পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৫ জনের সাক্ষ্য

জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App