অক্ষয়-রাভিনার গোপন বাগদান ভাঙল যে কারণে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

ছবি : সংগৃহীত
৯০-এর দশকের বলিউডে অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিকের মেলবন্ধন দর্শকদের মন জয় করছিল, তখন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের জুটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। ‘টিপ টিপ বরসা পানি’সহ ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ও ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ চলচ্চিত্রে তাদের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে জাগ্রত।
অনস্ক্রিন ঘনিষ্ঠতা ছাড়াও, বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। খবর অনুযায়ী, তারা গোপনে বাগদান করেছিলেন, এবং রাভিনার পরিবার ও অক্ষয়ের আত্মীয়রা উপস্থিত ছিলেন। তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
আরো পড়ুন : পাঞ্জাবে ভয়াবহ বন্যা: পাশে দাঁড়ালেন শাহরুখ-দিলজিৎ
১৯৯৮ সালে অক্ষয় এক সাক্ষাৎকারে জানান, এটা শুধু একটি বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। আমরা কখনও বিয়ে করিনি। রাভিনা আরো পরে স্বীকার করেন, অক্ষয় জনপ্রিয় ছিলেন, এবং বাগদানের খবর প্রকাশ পেলে তার ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারত। এ ভয়ই হয়তো সম্পর্কের ভিত দুর্বল করে দিয়েছিল।
এরপর অক্ষয় শিল্পা শেঠির সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্ক রাখেন, যা স্থায়ী হয়নি। পরবর্তীতে ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান আরভ ও নিতারা।
রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সংসার গড়েছেন। তাদের দুই সন্তান রনবীর বর্ধন ও রাশা। এছাড়াও ১৯৯৫ সালে পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন তিনি।
অক্ষয়-রাভিনা উভয়ই এখন নিজ নিজ সংসারে সুখী জীবন কাটাচ্ছেন।