নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় হাদিস মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় এ আদেশ দেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালতে পুলিশ আসামি আনিসুল হককে হাজির করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক হোসনে মোবারক আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আরো পড়ুন : আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট হাদিস মিয়া নামে এক ব্যক্তি মিরপুর এলাকায় কর্মসূচিতে অংশ নেন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত ২৮ মার্চ মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
এর আগে, ২০২৪ সালের ১৩ আগস্ট, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়নের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।