ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে শীত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেখা দিতে পারে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
বুধবার (৫ নভেম্বর) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।
সংস্থার তথ্যমতে, সাম্প্রতিক লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করেছে। তবে প্রভাবিত জলীয়বাষ্পের কারণে আগামী শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়, শনিবার (৮ নভেম্বর) থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়া অনুকূল থাকবে, যা কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী হবে। এ সময় কৃষকরা ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি রোপণ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
আরো পড়ুন : রাজধানীতে বাড়তে পারে গরমের অনুভূতি
সংস্থাটি জানায়, নভেম্বরের ২০ তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এর আগে দক্ষিণ বঙ্গোপসাগরে ওয়েভ ইন্টারেকশনের কারণে একটি সার্কুলেশন বা লঘুচাপ গঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিডব্লিউওটির জানিয়েছে, ২০ নভেম্বরের আগে বড় কোনো প্রাকৃতিক পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৭–১৮ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি আরো জানায়, বর্তমানে বিশ্লেষণ করা সব প্যারামিটার অনুযায়ী, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একটি বৃষ্টিবলয় গঠিত হতে পারে। তবে এটি পরিবর্তনশীল, কারণ আবহাওয়ার ধরণ নিয়মিত রূপান্তর ঘটে। নভেম্বরের ১০ তারিখ থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন শুরু হতে পারে। তবে সারাদেশে শীত নামতে পারে মাসের শেষ দিকে। প্রথম শৈত্যপ্রবাহ আসতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
