×

আইন-বিচার

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

পুরো এলাকা ঘিরে স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা বলয়। ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্য। পুরো এলাকা ঘিরে স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা বলয়। জনসাধারণ ও সাংবাদিকদেরও প্রবেশের আগে তল্লাশি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রায় ঘোষণার দিনকে ঘিরে যেন কোনো বিশৃঙ্খলা বা উসকানিমূলক ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

এদিন সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ নির্ধারণ করবেন। অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি উপস্থাপন করেন, যার জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রসিকিউশন তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে, তবে আসামিপক্ষ তার খালাস চেয়েছে।

মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে— উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা ৮,৭৪৭, সাক্ষী ৮৪ জন।

অন্যদিকে, শেখ হাসিনার রায়ের দিন ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এতে আগুন ও ককটেল হামলাসহ নাশকতার আশঙ্কায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, তারা কোনো ধরনের অনিরাপদ বোধ করছে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা

মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পদ্মা সেতুর সামনে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

পদ্মা সেতুর সামনে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App