×

ঢাকা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে পৃথক দুটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যানে আগুন ধরে পুড়ে গেছে। একই রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও পিকআপভ্যান লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পিকআপভ্যানে আগুন ধরে যায়। অফিসের নিরাপত্তারক্ষী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, গভীর রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে কালো রঙের একটি মাইক্রোবাসে করে এসে দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়কটি স্বাভাবিক করে দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১.৫ ডিগ্রি সামা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

১.৫ ডিগ্রি সামা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ

আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App