×

লাইফ স্টাইল

মোবাইল নম্বরের শেষে ৬ থাকলে কী হয়? জেনে নিন গোপন রহস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

মোবাইল নম্বরের শেষে ৬ থাকলে কী হয়? জেনে নিন গোপন রহস্য

ছবি: সংগৃহীত

সংখ্যাতত্ত্বে প্রতিটি সংখ্যা এক একটি শক্তি, এক একটি গ্রহের প্রভাব বহন করে। মোবাইল ফোন সংখ্যাতত্ত্বও সেই নিয়মেই কাজ করে। ফোন নম্বরের শেষ সংখ্যা একজন মানুষের চরিত্র, ভাগ্য, ব্যবসা কিংবা পারিবারিক জীবনের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। এবার জেনে নেয়া যাক—আপনার মোবাইল ফোন নম্বর যদি ৬ দিয়ে শেষ হয়, তাহলে কী হতে পারে!

৬ সংখ্যার শাসক গ্রহ

সংখ্যাতত্ত্বে ৬ সংখ্যার শাসক গ্রহ হলেন শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন-সম্পদ, আরাম, সৌন্দর্য, গ্ল্যামার ও প্রেমের প্রতীক ধরা হয়। তাই মোবাইল নম্বর ৬ দিয়ে শেষ হলে ব্যক্তির জীবনে এসব প্রভাব দৃশ্যমান হয়।

কলারের আচরণ

বিশ্বাস করা হয়, যাদের মোবাইল নম্বর ৬ দিয়ে শেষ হয়, তাদের কলাররা বেশিরভাগ সময়েই মিষ্টি ভাষায় কথা বলেন। বিশেষত মহিলাদের ফোন বেশি আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহকরা ফোনে অনেক দর কষাকষি করতে পারেন, তবে সঠিকভাবে কথোপকথন চালালে বিক্রি নিশ্চিত হয়।

পরিবার ও সম্পর্ক

৬ নম্বরটি পরিবার, ভালবাসা এবং দায়িত্বের প্রতীক। যাদের মোবাইল নম্বর ৬ দিয়ে শেষ হয়, তারা সাধারণত পারিবারিক মানুষ হিসেবে পরিচিত। পরিবারের আরাম-সুবিধার জন্য নিজের সুখ ত্যাগ করতেও পিছপা হন না। এমনকি শাশুড়ি-পুত্রবধূর মতবিরোধ থাকলেও, দুজনের মোবাইল নম্বরের শেষ সংখ্যা ৬ হলে শুক্রের ইতিবাচক প্রভাবে সম্পর্ক মধুর হতে পারে।

ব্যবসা ও ক্যারিয়ার

শুক্র গ্রহ-সংক্রান্ত ব্যবসা—যেমন বিউটি পার্লার, মেকআপ স্টুডিও, প্রসাধনী, গ্ল্যামার ইন্ডাস্ট্রি—এই ক্ষেত্রের মানুষদের জন্য শেষ সংখ্যা ৬ রাখা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এতে মহিলা গ্রাহকের ফোন বেশি আসবে, দর কষাকষি চললেও লাভ নিশ্চিত হবে। যাঁদের ব্যবসা আলোচনার বা যোগাযোগের সঙ্গে সম্পর্কিত, তাঁদের জন্যও এটি লাভজনক।

জীবনের প্রতীক

৬ মানে আরাম, প্রেম, সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক। তাই যাঁদের মোবাইল নম্বর ৬ দিয়ে শেষ হয়, তাদের জীবনে প্রেম, সম্পর্ক ও আরামের ভূমিকা অনেকটা বেশি থাকে।

সারসংক্ষেপ

যাদের মোবাইল নম্বরের শেষ সংখ্যা ৬, তারা মূলত পারিবারিক, দায়িত্বশীল এবং আরামপ্রিয় মানুষ। ব্যবসায় ও সম্পর্ক দু’ক্ষেত্রেই তাঁদের জীবনে শুক্রের প্রভাব ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ, নোবেল, অভিবাসন ও ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে জাতিসংঘে বিষোদগার ট্রাম্পের

যুদ্ধ, নোবেল, অভিবাসন ও ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে জাতিসংঘে বিষোদগার ট্রাম্পের

পুঁজিবাজার: স্থিতিশীলতায়ও আস্থার সংকট

পুঁজিবাজার: স্থিতিশীলতায়ও আস্থার সংকট

এনসিপি'র উচিত নাসিরউদ্দিন পাটোয়ারীর চিকিৎসা করানো: ছাত্রদল নেতা আউয়াল

এনসিপি'র উচিত নাসিরউদ্দিন পাটোয়ারীর চিকিৎসা করানো: ছাত্রদল নেতা আউয়াল

পশ্চিমা নেতাদের মুখ রক্ষায় কী ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি?

পশ্চিমা নেতাদের মুখ রক্ষায় কী ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App