×

সাহিত্য

এক লেখকের জন্মদিন

আশার আলো ফেরিওয়ালা রাহিতুল ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম

আশার আলো ফেরিওয়ালা রাহিতুল ইসলাম

লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম

আজ ১৪ সেপ্টেম্বর। দেশের তরুণ প্রজন্মের প্রিয় লেখক, সাংবাদিক ও মানবিক গল্পকার রাহিতুল ইসলামের জন্মদিন। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর বিকাশের সঙ্গে সঙ্গে যে বাংলাদেশ প্রতিদিন নতুন স্বপ্ন বুনছে, সেই স্বপ্নবুননকারীদের গল্প তিনি সহজ অথচ মুগ্ধকর ভাষায় তুলে আনেন তার লেখায়। তার কলম কেবল বিনোদনের নয়, বরং আশার আলো দেখায়, অনুপ্রেরণার পথ বাতলে দেয়।

সাংবাদিকতার তীক্ষ্ণ দৃষ্টি আর সৃজনশীল লেখকের সংবেদনশীল মন—এই দুইয়ের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে তার সৃষ্টিতে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো-এর সাংবাদিক হিসেবে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে এনেছেন অজস্র সাফল্যের কাহিনী। ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় টিকে থাকার সংগ্রাম, কল সেন্টারের কর্মীর জীবনযুদ্ধ কিংবা চরের মাস্টারের কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে ওঠার স্বপ্ন—সবই তার লেখার ক্যানভাসে হয়ে ওঠে জীবন্ত। প্রতিটি লেখা যেন নিছক গল্প নয়, বরং এক একটি জীবনসংগ্রামের দলিল, যা পাঠককে নতুন করে ভাবতে শেখায়।

অর্জন ও স্বীকৃতি

লেখালেখির দীর্ঘ পথচলায় তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন বিপুল পাঠকপ্রিয়তা ও একাধিক স্বীকৃতি। তার সাড়া জাগানো উপন্যাস ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’-এর জন্য তিনি ২০১৯ সালে লাভ করেন জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড। বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় অনূদিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার লেখনীর স্বীকৃতি এনে দিয়েছে।

এরপর ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাসের জন্য ২০২১ সালে পান এসবিএসপি সাহিত্য পুরস্কার। এছাড়া ‘বদলে দেওয়ার গান’, ‘বুকপকেট’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’ এবং সর্বশেষ প্রকাশিত ‘সুখবর বাংলাদেশ’—সবগুলো বইয়ের ভেতরেই প্রতিফলিত হয়েছে ইতিবাচক ও স্বপ্নময় বাংলাদেশের মুখচ্ছবি।


মানবিক লেখা ও বদলে যাওয়ার গল্প

রাহিতুল ইসলামের লেখনীর প্রধান শক্তি তার মানবিক আবেদন। তিনি প্রচলিত প্রেমকাহিনীর সীমা ছাড়িয়ে খুঁজে আনেন আমাদের চারপাশের সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার উপাখ্যান। প্রযুক্তির হাত ধরে ভাগ্য বদলে দেওয়া তরুণ-তরুণী কিংবা প্রতিকূলতার মাঝেও যাদের চোখে অটুট স্বপ্ন—তারাই তার গল্পের আসল নায়ক-নায়িকা।

সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও রেখেছেন তিনি। ‘কল সেন্টারের অপরাজিতা’-র রয়্যালটি থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টে দান করেন, যা পরবর্তীতে সহায় হয়ে দাঁড়ায় দুজন অভাবী মানুষের জীবনে। তার গল্পের চরিত্রগুলো কাল্পনিক হয়েও ভীষণ বাস্তব—পাঠকের ভেতরে নতুন শক্তি জাগায়, সাহস জোগায় নতুন করে স্বপ্ন দেখার।

শুভেচ্ছা

এই বিশেষ দিনে আমাদের প্রত্যাশা—রাহিতুল ইসলামের কলম এভাবেই বয়ে যাক মানুষের কথা, সমাজের কথা, বদলে যাওয়া বাংলাদেশের কথা। তার লেখনী হোক আগামীর প্রজন্মের অনুপ্রেরণার অফুরন্ত উৎস।

শুভ জন্মদিন, রাহিতুল ইসলাম! আপনার কলমের শক্তি থাকুক অটুট, আর মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক দূর থেকে দূরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত-পাকিস্তান ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং

ভারত-পাকিস্তান ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App