ড. আজিজুল আম্বিয়া পেলেন ‘গ্লোবাল প্রোপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম

বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের কাগজ, ভারতের জয়বাংলা পত্রিকা এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি, ভারতের জয়বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া ‘গ্লোবাল প্রোপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছেন।
গত ১১ আগস্ট ভারতের মুর্শিদাবাদে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার প্রচারে ড. আজিজুল আম্বিয়ার দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়ে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
ড. আজিজুল আম্বিয়া বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়—এটি তাদের সবার, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবানভাবে কাজ করার প্রেরণা জোগাবে।
উল্লেখ্য, ড. আজিজুল আম্বিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী বাঙালিদের কল্যাণ, সংস্কৃতি প্রচার ও সংবাদ জগতে নিরলস অবদানের জন্য বিশেষভাবে পরিচিত।