×

মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের সুপারিশপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করছেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ‘শান্তি প্রতিষ্ঠায়’ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের সুপারিশপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেছেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের। 

নেতানিয়াহু বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’

তিনি বলেন, ‘আমি আপনার কাছে, প্রেসিডেন্ট.., নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। তারা যেন আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা আপনি প্রাপ্য।’

মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না - বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে... এটি খুবই অর্থবহ।’

আরো পড়ুন : বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

এর আগে নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর, নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলি, ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরো অনেকের দ্বারা প্রশংসিত।

তিনি বলেন, আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করতে চাই- কেবল সমস্ত ইসরায়েলি নয় বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক, অনেক ভক্তের।

দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন, তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সঙ্গে বিবি (বেনিয়ামিন নেতানিয়াহু) এবং সারা থাকা সম্মানের। আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসঙ্গে অসাধারণ সাফল্য পেয়েছি এবং আমি মনে করি ভবিষ্যতে এটি আরো বড় সাফল্য পাবে।

এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

’৯১, ’৯৬ ও ২০০১ সালের মতো আগামী নির্বাচন সুষ্ঠু করার অনুরোধ সিইসির

’৯১, ’৯৬ ও ২০০১ সালের মতো আগামী নির্বাচন সুষ্ঠু করার অনুরোধ সিইসির

মধ্যরাতে কুকুরের চিৎকার বাঁচিয়ে দিলো ৬৭ জনকে

মধ্যরাতে কুকুরের চিৎকার বাঁচিয়ে দিলো ৬৭ জনকে

আটাবের কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন

আটাবের কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন

পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনে অনুমতি দেয়া হবে না: সিইসি

পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনে অনুমতি দেয়া হবে না: সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App