×

গণমাধ্যম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি, মোঃ মোতাল্লিস হোসেন, গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে উল্লেখ করতে চাই যে, গত ৭ জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৫ আগস্টের পর খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা কামিয়েছে একটি চক্র’ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয়েছে, সেখানে আমার নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

আমি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহের ব্যবসার সাথে সৎ ও নিষ্ঠার সঙ্গে জড়িত থেকে একটি সুনাম অর্জন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন সময়ে কতিপয় স্বার্থান্বেষী মহল আমার ও আমার ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ৫ আগস্টের ঘটনার পর এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ এনে আমার প্রতিষ্ঠিত সুনাম নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। এমনকি পূর্বের ট্যাক্স রিটার্নকে ইস্যু করে আমার সরবরাহ অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে একাধিকবার সাক্ষ্য ও ব্যাখ্যা প্রদান করার পরও, সংশ্লিষ্ট চ্যানেল আমার কোনো বক্তব্য গ্রহণ না করে একতরফাভাবে এই সংবাদ প্রকাশ করেছে, যা গণমাধ্যমের নৈতিকতা ও সাংবাদিকতার মূলনীতি পরিপন্থী। আমি মনে করি, এই ধরনের পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন সরকারের ভাবমূর্তিকেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে যে, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা উপার্জন করেছি, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও কল্পনাপ্রসূত। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, কেউ যদি এই অভিযোগের ন্যূনতম প্রমাণ দিতে পারে, তবে আমি অবিলম্বে দেশের প্রচলিত আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

বাস্তবতা হলো, এটি একটি সুপরিকল্পিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যা একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত কর্মকর্তা এর আগেও এলাকায় সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখোমুখি হয়েছেন।

এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে আমি সকল সচেতন ও দেশপ্রেমিক নাগরিকদের সোচ্চার হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সকল অন্যায়ের সাক্ষী এবং ন্যায়ের বিজয় নিশ্চিত করবেন।

ধন্যবাদান্তে,

মোঃ মোতাল্লিস হোসেন

একজন ভুক্তভোগী ব্যবসায়ী


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

যেসব সবজি রান্নার চাইতে কাঁচাই স্বাস্থ্যকর

যেসব সবজি রান্নার চাইতে কাঁচাই স্বাস্থ্যকর

বাংলাদেশের ৫৪ বছরেও সেই সমস্যা দূর হয়নি: নাহিদ ইসলাম

বাংলাদেশের ৫৪ বছরেও সেই সমস্যা দূর হয়নি: নাহিদ ইসলাম

বড় হার বাংলাদেশের, সিরিজ শ্রীলঙ্কার

বড় হার বাংলাদেশের, সিরিজ শ্রীলঙ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App