×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা অব্যাহত রয়েছে। এর ফলে তীব্র খাদ্যসংকটে ভুগছে গাজার মানুষ, বাড়ছে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা।

জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, সীমিত সীমান্ত খোলা থাকায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এখন চলছে তাদের ত্রাণ কার্যক্রম।

বুধবার (৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের কারণে ত্রাণ সরবরাহে বড় বাধা সৃষ্টি হয়েছে। সংস্থাটির মুখপাত্র আবির ইতেফা মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর কিছুটা ত্রাণ প্রবেশ বেড়েছে, তবে সীমান্ত আংশিকভাবে খোলা থাকায় তা এখনো পর্যাপ্ত নয়। আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার, আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি, কারণ শীত চলে আসছে আর মানুষ এখনো ক্ষুধায় কাতর।

ডব্লিউএফপি জানায়, বর্তমানে তারা গাজাজুড়ে ৪৪টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে এবং ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ১০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে সংস্থাটির মতে, উত্তর গাজায় পৌঁছানো এখনো অত্যন্ত কঠিন। ওই অঞ্চলেই আগেই দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করা হয়েছিল।

ইতেফা বলেন, উত্তর গাজার প্রবেশপথ এখনো বন্ধ। ফলে আমাদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। কার্যকর ত্রাণ বিতরণের জন্য সীমান্ত পারাপারের সব পয়েন্ট, বিশেষ করে উত্তর দিকেরগুলো, অবিলম্বে খোলা দরকার।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির পর ‘ইয়েলো লাইন’-এ পিছু হটার পর হাজারো ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে গেছেন। কিন্তু বেশিরভাগই ফিরে দেখেছেন, তাদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেই এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন।

গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, অর্থাৎ গড়ে দিনে মাত্র ১৪৫টি ট্রাক। অথচ যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দৈনিক ৬০০টি ট্রাক প্রবেশ করার কথা ছিল।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে। মঙ্গলবার গাজা সিটির তুফাহ এলাকায় কোয়াডকপ্টার হামলায় একজন নিহত ও একজন আহত হন। উত্তর গাজার জাবালিয়ায়ও সেনাদের গুলিতে আরো একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ জন নিহত ও ৬০৭ জন আহত হয়েছেন।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্রুত সীমান্ত খুলে আরো ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, কারণ শীতের কঠিন সময় ঘনিয়ে আসছে, আর ক্ষুধা ও দুর্ভোগ বাড়ছে প্রতিদিনই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ এলাকা ঘোষণা

হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ এলাকা ঘোষণা

৪ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

৪ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App