×

ক্রিকেট

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে।

গত বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন এই অভিজ্ঞ প্রশিক্ষক। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাটিং ইউনিটের দায়িত্বও পান। তবে তার অধীনে ব্যাটিং পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি বরং দলের ব্যাটসম্যানদের মধ্যে অধারাবাহিকতা স্পষ্টভাবে চোখে পড়েছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়। তার পরদিনই সালাউদ্দিনের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আয়ারল্যান্ড সিরিজ শেষেই সহকারী কোচের দায়িত্ব ছাড়বেন তিনি।

তবে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনো সালাউদ্দিনের আনুষ্ঠানিক পদত্যাগপত্র বোর্ডে পৌঁছেনি। এ বিষয়ে জানতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার বিসিবির সভা শেষে সালাউদ্দিনকে ঘিরে গুঞ্জনের বিষয়ে কথা বলেন বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। আশরাফুলকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সালাউদ্দিনের প্রতি অনাস্থা কি না এমন প্রশ্নে তিনি বলেন, সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার কারণে কাউকে সরানো হয়নি, বরং কোচিং প্যানেলে আরো একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

রাজউক হাঁটছে উল্টোপথে

সেবা কেন্দ্রীকরণ রাজউক হাঁটছে উল্টোপথে

বিরল শামুকখোল পাখির অভয়ারণ্য

কানাইপুকুর বিরল শামুকখোল পাখির অভয়ারণ্য

মনোনয়ন নিয়ে অসন্তোষ, ফুঁসছে বিএনপির তৃণমূল

মনোনয়ন নিয়ে অসন্তোষ, ফুঁসছে বিএনপির তৃণমূল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App