×

মধ্যপ্রাচ্য

মদিনার কাছে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

মদিনার কাছে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। বাংলাদেশি সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আগত ওমরাহযাত্রী। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বের হয়ে আসার সুযোগ খুব কম পেয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে বলেও জানানো হয়। তবে চূড়ান্ত হিসাব এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আরো পড়ুন : তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহ চলার মতো পানি আছে

উদ্ধারকারী দলের বরাত দিয়ে জানানো হয়েছে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে এক যাত্রী বেঁচে গেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানায়, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত

ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত

রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

শেখ হাসিনার রায় রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App