×

জাতীয়

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারে অগ্রগতি: ইইউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারে অগ্রগতি: ইইউ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি : সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

শুক্রবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। এটি মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন, যা ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে।

রাষ্ট্রদূত মিলার লেখেন, স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পথে ঐক্যবদ্ধ অগ্রযাত্রার একটি শক্তিশালী নিদর্শন।

আরো পড়ুন : রাজনৈতিক দলগুলো ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল অংশ নেয়।

ইইউ রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শাসনব্যবস্থা সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার ইঙ্গিত বহন করে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধি ও গণতান্ত্রিক সংস্কার জোরদারে বিভিন্নভাবে কাজ করে আসছে। সম্প্রতি তারা আবারও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে সমর্থন ব্যক্ত করেছে।

এ লক্ষ্যে ইইউ বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান ছাড়াও প্রয়োজন হলে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। এসব উদ্যোগ গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App