×

জাতীয়

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এসব মামলা শেরেবাংলা নগর থানায় করা হয়।

ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, সবকটি মামলার বাদী পুলিশ সদস্য। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলাগুলোর সব আসামি অজ্ঞাত পরিচয়ের; প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে—তার নাম রিমন চন্দ্র বর্মন।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে, তাদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

আরো পড়ুন : জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানাল এনসিপি

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের বাইরে অবস্থানরত আন্দোলনকারীদের একটি অংশ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে থাকা আরেকটি অংশ বাইরে এসে যোগ দেয়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। অন্যদিকে, বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App