×

জাতীয়

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত

আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা আইনের প্রতি যত শ্রদ্ধাশীল হব, তত সভ্য জাতিতে পরিণত হব। আমাদের সমাজে ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে হবে, ‘রুল বাই ল’ নয়। নির্বাচনকালীন দায়িত্ব ন্যায্য, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়ে সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। এই সমন্বয় আপনাদের ওপরই নির্ভর করে।

চাপমুক্তভাবে কাজ করার বিষয়ে সিইসি দৃঢ় অবস্থান জানান। তিনি বলেন, আপনারা কোনো প্রেশারের কাছে নত হবেন না, নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন। নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকেও অন্যায় নির্দেশ দেওয়া হবে না।

যেকোনো সংকট বা জটিলতা দ্রুত মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখনই কোনো ক্রাইসিস হবে, শুরুতেই সেটি মোকাবিলা করতে হবে। ঘটনার পর নয়, বরং তা ঘটার আগেই উপস্থিত থেকে ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন : ৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে সিইসি বলেন, শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে অর্জিত জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।

এসময় তিনি আরো জানান, আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। কোনো প্রশিক্ষণ বিষয় বাদ পড়লে অনলাইনে যুক্ত হয়ে সেই ঘাটতি পূরণের সুযোগও থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

বিএনপি তত্ত্বাবধায়ক নয়, নিরপেক্ষ সরকার চায়: আসিফ নজরুল

বিএনপি তত্ত্বাবধায়ক নয়, নিরপেক্ষ সরকার চায়: আসিফ নজরুল

তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট

তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App