×

জাতীয়

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, স্থবির যান চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, স্থবির যান চলাচল

ছবি : সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ শাহবাগে জড়ো হন। অবরোধের কারণে শাহবাগে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছি। দ্রুত আইজিপিকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন আন্দোলন করছে। আপাতত যান চলাচল পুরোপুরি বন্ধ। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

আরো পড়ুন : আইজিপিকে অপসারণে লিগ্যাল নোটিশ

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদের আয়োজন করা প্রতিবাদ সভায়, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেন তার সহধর্মিণী, সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় কল্পনা আরো বলেন, আমি বহুবার বলেছি—আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রমাণ করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ড ও নির্যাতনে তার চোখ নষ্ট হয়ে যায়। আদালতের আদেশ থাকা সত্ত্বেও থেরাপি দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

চার কারণে বায়ুদূষণ বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৪০০

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৪০০

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, স্থবির যান চলাচল

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, স্থবির যান চলাচল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App