বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইলেকশন অবজারভেশন মিশন—ইওএম) নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)–এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইইএএস জানায়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এই ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছেন। মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস।
আরো পড়ুন : সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তিনি বলেন, এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন, নিরপেক্ষ ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। পাশাপাশি এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব প্রতিফলন হিসেবে কাজ করবে।
ইইএএসের পক্ষ থেকে আরো জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এই প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থাপনা, রাজনৈতিক পরিবেশ, প্রচারণা, ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া সংক্রান্ত পর্যবেক্ষণ ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের অংশ হিসেবেই ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
