×

বিএনপি

নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানটি আমাদের জন্য দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দ্বিতীয়ত, দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বলেন, আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি।

একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল বা সমাবেশ না করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন সেদিন তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে না যান।

তারেক রহমান বলেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার অনুরোধ—দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না।

তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিতি থাকলে সেখানে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে বোঝা যাবে যে সবাই বাংলাদেশি। এর ফলে দেশের ভাবমূর্তি এবং দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বক্তব্যের শেষদিকে তারেক রহমান বলেন, যারা তার এই অনুরোধ সম্মান করবেন এবং বিমানবন্দরে যাবেন না, তাদের তিনি দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার উদাহরণ হিসেবে দেখবেন। আর নিষেধ সত্ত্বেও যারা সেখানে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থে কাজ করেছেন বলেই তিনি মনে করবেন বলে মন্তব্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা দিলো আসাম সরকার

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা দিলো আসাম সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App