×

যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং আরো সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য বিনিময়ের ক্ষেত্রে স্থায়ী ও গুরুতর ঘাটতি পরিলক্ষিত হওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

হোয়াইট হাউস জানায়, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের অভিবাসনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত করে। ওই তালিকায় ছিল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে নাগরিকত্ব

পরে গত ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে অন্তত ৩২টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি অতিরিক্ত ১৩টি দেশের নাম প্রকাশ করেননি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এ প্রেক্ষাপটে ফিলিস্তিনি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপকে অনেকেই অপ্রত্যাশিত মনে করেননি।

তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়াকে তুলনামূলকভাবে বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সাবেক আল-কায়েদা জঙ্গি হিসেবে পরিচিত শারার বিরুদ্ধে থাকা মার্কিন নিষেধাজ্ঞাও ওই সফরের আগে প্রত্যাহার করা হয়েছিল।

এর মধ্যেই সিরিয়ায় আন্তর্জাতিক ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও তাদের এক দোভাষী নিহত হন। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। গত শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প হামলাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়া দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাত কাটিয়ে উঠতে চেষ্টা করছে। যদিও দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে, তবুও সিরিয়ার পাসপোর্ট ও নাগরিক নথিপত্র ইস্যু করার ক্ষেত্রে কার্যকর ও দক্ষ কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে। পাশাপাশি যথাযথ স্ক্রিনিং ও যাচাই-বাছাই ব্যবস্থাও সেখানে কার্যকর নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App