লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনে ওসমান হাদির জানাজা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।
আরো পড়ুন : হাদির জানাজা : মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার জানানো হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে জানাজার সময় পরিবর্তন করে দুপুর আড়াইটায় নির্ধারণ করা হয়।
প্রেস উইংয়ের বার্তায় আরো জানানো হয়, জানাজায় অংশগ্রহণের জন্য আগতদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়।
