×

অন্যান্য

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানাল এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানাল এনসিপি

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা। ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর)। তবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে স্বাক্ষর করেনি এবং স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই এবং এতে বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি উল্লেখ না থাকায় এনসিপি এই সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে।

তিনি বলেন, আমরা জুলাই সনদের উদ্দেশ্যকে গুরুত্ব দিই, কিন্তু এর আইনি কাঠামো ও বাস্তবায়ন রূপরেখা না থাকায় জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই এনসিপি অনুষ্ঠানে যায়নি।

আরো পড়ুন : জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারে অগ্রগতি: ইইউ

এ সময় আখতার হোসেন জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানান এবং এর বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এনসিপি জুলাই সনদকে কেবল রাজনৈতিক সমঝোতার দলিল বা ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে দেখে না। আমরা মনে করি, এই সনদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ভিত্তি বিলোপ ও গণতান্ত্রিক রূপান্তর।

বিবৃতিতে বলা হয়, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা জরুরি। বাস্তবায়ন আদেশ, গণভোট, এবং পরবর্তী সংসদে সাংবিধানিক পরিবর্তনের সক্ষমতা নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা না দেখা পর্যন্ত এনসিপি স্বাক্ষর করবে না।

দলটির দাবি, রাজনৈতিক দলগুলো গত এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়েছিল। কিন্তু চূড়ান্ত সনদে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ না থাকায় এনসিপি তা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে।

তাদের মতে, অতীতেও রাজনৈতিক দলগুলো নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এবার তারা সতর্ক অবস্থান নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

নতুন প্রজন্মের অস্থিরতা ও অনিশ্চয়তায় এই যুগের বাস্তবতা

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাজেদা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App