জি এম কাদেরের দলীয় কার্যক্রমে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন আদালত। বুধবার (১৩ আগস্ট) তার আইনজীবী মনোয়ার হোসেন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ১১ আগস্ট মামলাটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে বদলি হয়। পরের দিন তা মঞ্জুর করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন বিচারক রুবায়েত ফেরদৌস। ফলে জি এম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে আর কোনো আইনি বাধা থাকছে না।
গত ৩০ জুলাই জি এম কাদের ও মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম। একইসঙ্গে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্যদের স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন–জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।
উল্লেখ্য, জি এম কাদেরের কার্যক্রমে ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার পর গত ৯ আগস্ট জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হয়। সেখানে চেয়ারম্যান নির্বাচিত করা হয় আনিসুল ইসলাম মাহমুদকে এবং মহাসচিব করা হয় রুহুল আমিন হাওলাদারকে। পাশাপাশি সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হন কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নু। তবে জি এম কাদেরের অংশ নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।