×

রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

Icon

ইউএনবি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জাপার কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেন।

এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন। সমাবেশ শেষে তারা গণঅধিকার পরিষদের পল্টন কার্যালয়ে ফিরে যান। এর অল্প সময় পরেই জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত সাড়ে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম সাংবাদিকদের বলেন, শাহবাগে যারা সমাবেশ করেছে, তারাই এ ঘটনার জন্য দায়ী। তিনি অভিযোগ করেন, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এর আগে গত ৩০ আগস্ট একই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুরাল পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার

নুরাল পাগলার মরদেহ পোড়ানো অমানবিক ও ঘৃণ্য: অন্তর্বর্তী সরকার

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত: ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব

সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত: ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব

ভোরের স্বপ্ন কী আসলেই সত্যি হয়?

ভোরের স্বপ্ন কী আসলেই সত্যি হয়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App