নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘোষিত তারিখে যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত বলে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার সকালে এনসিপির প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর পাটওয়ারী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি, হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। আমরা ইসিকে জানিয়েছি, ১২ ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনের তারিখে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক। তিনি জানান, কমিশন জানিয়েছে, তারা তিন বাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে।
আরো পড়ুন : পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, বিশেষ পরিপত্র জারি ইসির
এনসিপি বৈঠকে প্রবাসী ভোটার নিবন্ধন সমস্যা এবং গণভোটের প্রচারণার অপ্রতুলতার বিষয়ও তুলে ধরেছে। যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বলেন, নির্বাচনি ব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রার্থী ও দলের আচরণবিধি, বিধি লঙ্ঘনের প্রতিকার ব্যবস্থা এবং ভোটের পরিবেশ নিয়ে পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে।
মূসা বলেন, তফসিল ঘোষণার পর আগাম প্রচার সামগ্রী সরানোর উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে বড় রাজনৈতিক দলের প্রার্থীরা পোস্টারিং করেছিলেন, যা সবত্রেই সরানো হয়নি এবং কিছু এলাকায় নতুন পোস্টারও লাগানো হয়েছে। এটি কমিশনের নজরে এসেছে।
এনসিপি নেতারা কমিশনকে হটলাইন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন, যাতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৎক্ষণাৎ সমাধান করা যায়। এছাড়া, সমস্ত দলের প্রার্থীদের জন্য সমানভাবে আচরণবিধি প্রয়োগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
