পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
ছবি : ভোরের কাগজ
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) ৫ জন সদস্য বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক কাওসার আজম।
অনুষ্ঠানে স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমানকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগোনিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, দেশ রুপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধন দেওয়া হয়।
আরো পড়ুন : নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপি
এতে উপস্থিত ছিলেন বিএআরএফ সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান, ইউসুফ আরেফিন প্রমুখ।
