১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৭ ঘণ্টা পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শিশুটিকে উদ্ধারে নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় শিশু স্বাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে একটি স্কেভেটর ব্যবহার করা হলেও পরে আরো দুইটি স্কেভেটর যোগ করে তিনটি ইউনিট—তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশন—সারারাত অভিযান পরিচালনা করে।
আরো পড়ুন : নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়
এদিকে, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়, ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বিপাকে পড়তে হয়।
বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে কয়েক দফা ক্যামেরা নামিয়েও শিশুটিকে দেখতে পারেনি ফায়ার সার্ভিস। ওপর থেকে পড়া মাটি ও খড়ের স্তর শিশুটিকে সনাক্তে বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে। তবে বুধবার দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল।
রাত পেরিয়ে সকাল হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি শিশুটিকে। তবে উদ্ধার অভিযান থেমে নেই। গর্ত খনন শেষ হওয়ায় এখন সুড়ঙ্গ তৈরি করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। গর্ত খোঁড়া শেষ, এখন সুড়ঙ্গ করা হচ্ছে।
