×

বিএনপি

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজন করা ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু আমাদের সব নেতা-কর্মী এখানে উপস্থিত আছেন, আপনাদের জানাতে চাই— খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন। তিনি যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে— এটি আপনাদের মনে রাখতে হবে। আমরা সেইদিন গোটা দেশের চেহারা বদলে দিতে চাই। 

ফখরুল বলেন, বিএনপি সামনে এগোতে চায়, প্রগতির দিকে এগোতে চায় এবং দেশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় দলের নেতৃত্বের ভাবনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে চায়। এখন আমাদের সংগ্রাম নির্বাচনমুখী। এই নির্বাচনে পুরোপুরি জয়লাভ করতে হবে, যাতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই।

বিএনপি মহাসচিব বলেন, বাধা আসবে, বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে প্রচারণা হবে। কিন্তু সবকিছু কাটিয়ে উঠে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কখনো পরাজিত হয়নি, হবেও না।

আরো পড়ুন : সংসদ নির্বাচন নিয়ে ইসির সামনে যে ৬ চ্যালেঞ্জ

তিনি ১৯৭১ সালের চেতনা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ১৯৭১ আমাদের অস্তিত্ব। আজ পত্রিকায় দেখলাম কেউ নাকি বলেছে, ১৯৭১ এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম— কোন সাহসে এমন দুঃসাহস দেখায় তারা?

ফখরুল আরো বলেন, দেশে ‘অন্ধকারের মধ্য থেকে একটি কালো থাবা বেরিয়ে আসার চেষ্টা করছে কি না’— এমন আশঙ্কা দলীয় নেতাদের বক্তব্যে উঠে এসেছে। ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এসব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

কর্মশালায় তিনি বলেন, এখানে যে আলোচনা হবে, শুধু শুনলেই হবে না— এগুলো জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই জনগণ বিএনপির প্রতি আকৃষ্ট হবে।

এ সময়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান তিনি।

‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: নতুন যে তথ্য দিলো পুলিশ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: নতুন যে তথ্য দিলো পুলিশ

সমকামী উৎসবের ভেন্যু নিয়ে ক্ষুব্ধ ইরান–মিসর, ফিফাকে চিঠি

সমকামী উৎসবের ভেন্যু নিয়ে ক্ষুব্ধ ইরান–মিসর, ফিফাকে চিঠি

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল

খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App