×

রংপুর

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি। ছবি : সংগৃহীত

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে (৫২ দশমিক ২২ মিটার) রেকর্ড করা হয়। সকাল ৯টায়ও পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার।

ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল ও চর এলাকাগুলো প্লাবিত হয়েছে। সন্ধ্যার মধ্যে আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং সতর্ক অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।

পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী ইউনিয়নের পাশাপাশি রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, এবং লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীপারের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল থেকে পানি বাড়তে শুরু করেছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহ অব্যাহত থাকায় ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত কেন শিরোপা নেয়নি? মোদী, নকভী, সুরিয়া ও সালমান যা বললেন

ভারত কেন শিরোপা নেয়নি? মোদী, নকভী, সুরিয়া ও সালমান যা বললেন

শান্তি চাই পাহাড়ি জনপদে

শান্তি চাই পাহাড়ি জনপদে

স্বাধীনতার স্বপ্ন ও পরিবারতন্ত্রের অভিশাপ

স্বাধীনতার স্বপ্ন ও পরিবারতন্ত্রের অভিশাপ

আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতা-কর্মী গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতা-কর্মী গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App