ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে টানা পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার প্রভাবে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীত থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। শীতের কারণে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) জানান, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। তবে সংসারের দায়ে তাকে রাস্তায় নামতে হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো যাত্রী পাননি। রাস্তায় মানুষ না থাকায় ভাড়া পাওয়ার সম্ভাবনাও কম। সংসারের বাজার খরচ জোগাড় না হলে সন্তানদের না খেয়ে থাকতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
