নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হয়েছে তাজিয়া মিছিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম

মিছিলে অংশ নেওয়া অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। ছবি : সংগৃহীত
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের শোকাবহ ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকার ৪০০ বছরের প্রাচীন হোসনি দালান ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়। মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব এলাকা পেরিয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। পুরো পথজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সদস্যরা। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। তাদের হাতে ছিল কারবালার শোকের প্রতীক প্রতীকী ছুরি, আলাম, নিশান, পতাকা, বেস্তা ও বইলালাম। মিছিলের প্রতিটি অংশে— অগ্রভাগ, মধ্যভাগ এবং শেষ প্রান্তে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
আরো পড়ুন : আজ পবিত্র আশুরা
মিছিল চলাকালে যেসব রাস্তায় এটি অতিক্রম করছে, সেসব এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ট্রাফিক বিভাগ। সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা জানান, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গ ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। সেই বেদনার স্মরণে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা প্রতিবছর এ দিনটি শোক ও ত্যাগের মহিমায় পালন করে থাকেন।