×

রাশিয়া

রাশিয়ায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত, ছাইয়ের স্তম্ভ ছুঁয়েছে ৬ কিলোমিটার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম

রাশিয়ায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত, ছাইয়ের স্তম্ভ ছুঁয়েছে ৬ কিলোমিটার

ছবি : সংগৃহীত

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে প্রায় ৫০০ বছর পর হঠাৎ অগ্ন্যুৎপাত করেছে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি। বিজ্ঞানীরা ধারণা করছেন, সম্প্রতি ওই অঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের কারণে দীর্ঘদিন সুপ্ত থাকা এই আগ্নেয়গিরি জেগে উঠতে পারে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরিটি প্রায় ৬ কিলোমিটার (প্রায় ৩.৭ মাইল) উচ্চতায় ছাইয়ের স্তম্ভ ছুঁড়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত জনবসতিপূর্ণ কোনো এলাকায় এই অগ্ন্যুৎপাত সরাসরি কোনো হুমকি তৈরি করেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অগ্ন্যুৎপাতের কিছুক্ষণ পরেই কামচাটকা উপদ্বীপে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, ফলে ওই অঞ্চলের তিনটি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অগ্ন্যুৎপাত এবং ধারাবাহিক ভূমিকম্প একে অপরের সঙ্গে সম্পর্কিত।

আরো পড়ুন : রাশিয়ায় ভূমিকম্প, সুনামি সতর্কতায় ১৪ দেশ

এর আগে গত সপ্তাহে ওই এলাকায় ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী কম্পন। ওই ভূমিকম্পের কারণে ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং চিলিতেও সুনামি সতর্কতা জারি হয়েছিল এবং বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কুরিল দ্বীপপুঞ্জেও সম্প্রতি ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এই কম্পনের ফলে সর্বোচ্চ ১৮ সেন্টিমিটার (৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। তাই উপদ্বীপের উপকূলবর্তী তিনটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান

জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান

জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

মৌরিতানিয়া উপকূলে নৌকা উল্টে নিহত ৬৯

মৌরিতানিয়া উপকূলে নৌকা উল্টে নিহত ৬৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App