×

খেলা

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৮:৫২ এএম

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

সফরকারী নিউজিল্যান্ডের কাছে চারদিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ম্যাচ ৭০ রানে জিতেছিল সফরকারীরা। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল ব্ল্যাক-ক্যাপসরা।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়।

আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭ চার ও ৬ ছক্কা মারেন কেলি। 

৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষ দিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২২ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাইম হাসান ৪ ও পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ২৯ রানের উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নম্বরে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। 

তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান। জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন কেলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক

মোস্তাফিজ নিলেন ৩ উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড

মোস্তাফিজ নিলেন ৩ উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড

গাজায় গণহত্যা চলছেই, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

গাজায় গণহত্যা চলছেই, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App