×

জাতীয়

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। এ ঘটনায় ভবনের ভেতর থেকে ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে আরো ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে অবস্থানরতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বশেষ সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জন রিমান্ডে

দাবি না মানলে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু ভিপির

দাবি না মানলে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু ভিপির

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা রাখল বাংলাদেশ

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা রাখল বাংলাদেশ

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App