দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম

দিয়েগো জোটা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের ২৮ বছর বয়সী স্ট্রাইকার দিয়েগো জোটা। স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, বৃহস্পতিবার সকালে ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎ-ই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে যায়। নিরুপায়ভাবে দুই ভাইই দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন । প্রত্যক্ষদর্শীরা স্থানীয় জরুরি পরিষেবা ১১২-এ কলে জানিয়েছিলেন গাড়িটি আগুনে ছেয়ে গেছে এবং আশপাশের বনাঞ্চলেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪ দশমিক ৭ মিলিয়নে লিভারপুলে যোগ দেন জোটা। লিভারপুলের হয়ে ১৮২টি ম্য়াচ খেলেছেন, করেছেন ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট, এবং জয় করেছেন প্রিমিয়ার লিগ (২০২৪–২৫), এফএ কাপ (২০২১–২২) ও লীগ কাপ (২০২১–২২)। পর্তুগাল জাতীয় দলেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বিশেষ করে উয়েফা নেশনস লিগ জিতে (২০১৯, ২০২৫) ।